ফ্রান্সে অলরেডদের হয়ে ক্যাম্প শুরুর আগে পবিত্র ওমরাহ পালন করলেন মিসরীয় কিং মোহাম্মদ সালাহ। সম্প্রতি পবিত্র নগরী মক্কায় ইহরাম পরিহিত অবস্থায় সালাহকে দেখা গেছে।
এদিকে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন, হজ, নামাজ-রোজাসহ ধর্মীয় অনুশাসনের প্রতি সবসময়ই আনুগত্যশীল মোহাম্মদ সালাহ। যাত্রাপথে কিংবা অবসরে আল কুরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে প্রায়ই দেখা যায়। এছাড়া রোজা রেখে খেলার রেকর্ডও রয়েছে তার।






এদিকে ইংলিশ ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে নেই সালাহ। আফ্রিকান নেশন্স কাপে স্বদেশ মিসরের হয়ে খেলার জন্য ছুটি নেন তিনি। যদিও জাতীয় দলকে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার করতে পারেননি দ্য ফারাওখ্যাত ফুটবলার। দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেন তারা। এ জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি।