বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
ঢাকা ছেড়ে এরই মধ্যে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এর আগেও ২০১৫ সালে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব। এদিকে ঢাকা ছেড়ে সাকিব কেন রংপুরে গেছেন সেই ব্যাপারে এখনো কোনো সঠিক কারণ জানা যায়নি।






তবে অনেকেই মনে করছেন রংপুর সাকিবকে বেটার অফার দিয়েছে বলেই সাকিব ঢাকা ছেড়ে রংপুরে গেছেন। দলীয় সূত্র মতে, রংপুরের হয়ে এক কোটি টাকারও বেশি পারিশ্রমিক পাবেন সাকিব। এটিও একটি কারণ, তবে আসল কারণ নয়।
এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ব্যাপারটি নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। বিশ্বকাপ জেতানো এই অধিনায়কেই ঢাকার নেতৃত্ব দিতে চাইবে ফ্রাঞ্চাইজিটি। অনেকটাই নিশ্চিত, মরগ্যানেই হবেন ঢাকার অধিনায়ক।
যার ফলে সাকিব হয়তো ধরেই নিয়েছেন মরগ্যানের নেতৃত্বেই খেলতে হবে বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ককে।






বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্যই বিপিএলে প্রতিষ্ঠিত দলকেই নেতৃত্ব দিতে চাইবেন। সেই চিন্তাতেই ঢাকা ছেড়ে রংপুরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।